Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার উঠেছে আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৩ পিএম

জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার উঠেছে। জনগণ এবার নিজেদের মালিকানা ফিরে পাওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষেই রায় দেবে। রোববার মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির বিজয় র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বিএনপির প্রতি জনগণের যে সমর্থন, যে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখছি, তাতে পরিষ্কার ৩০ ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে। ভোটাররা একতাবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে ভোট কেন্দ্রে যাবে। আমাদের কাজ হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। জনগণকে সঙ্গে নিয়ে এ কাজটা করতে পারলেই জনগণ জীবনের নিরাপত্তা ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে দেশ। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন ও বাকস্বাধীনতা। এর আগে নগরীর কাজীর দেওড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেমা প্যালেস মোড়ে এক সমাবেশ মিলিত হয়। পরে বিএনপি নেতারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়নের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, সামশুল আলম, এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, মাহবুবুল আলম, মো. শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, খোরশেদ আলম প্রমুখ।



 

Show all comments
  • M.mabud ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:১৩ পিএম says : 0
    Sir please, Sara desh awami gundara pulise diye amader seleder upor nirjatan korse.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ