Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জ সীমান্তে রাখালের লাশ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ২:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে এক গরুর রাখাল ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ- রোববার ভোর ৩টার দিকে ভারতে সীমান্ত দিয়ে গরু আনতে যাবার সময় ভারতের শুখদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের গুলিতে আবদুর রহিম নিহত হন। আবদুর রহিম হল- কিরণগঞ্জ ঝড়–টোলার এলাকার মো. মুসলিম আলীর ছেলে। এদিকে সোমবার সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি ভূখ-ের ৫শ' গজ ভেতরে আবদুর রহিমের বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তবে ময়নাতদন্ত ছাড়া আবদুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছেনা। অপরদিকে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক এলাকার ফাহিমা খাতুন দীর্ঘদিন ধরে চককীর্তি ইউনিয়নের দুবলীভান্ডার এলাকায় তার নানা-নানীর বাড়িতে থাকতো। এরআগে রোববার সন্ধ্যায় পুলিশ তার নানীর বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে স্বজনদের দাবি ফাহিমা খাতুন আত্মহত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ