সরু সড়কে যান চলাচলে ভোগান্তি

শরীয়তপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হয়েছে পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে। পদ্মাসেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা রুটে
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার চন্ডীপাশা গ্রামে গত গত ১৩ মার্চ সকালে ওই গ্রামের দ্বীন ইসলাম ও শাহজাহান গং-দের মধ্যে একখ- জমি দখল দখলকে কেন্দ্র করে সংর্ঘষ বাধলে দ্বীন ইসলামের শিশু সন্তান ১৭ মাসের বীথি ছুরিকাঘাতে আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রায় ২ মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যায়। উক্ত ঘটনার পরপরই নান্দাইল মডেল থানায় আহত শিশুটির পিতা বাদী হয়ে পার্শ্ববর্তী দশালিয়া গ্রামের জনৈক শাহজাহানকে প্রধান আসামী করে ১১ জন অজ্ঞাত ৮/৯ জনের নামে একটি মামলা রুজু করেছিল। যা বর্তমানে জেলা গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করছেন। এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে শিশুটি মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।