Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্যামপুরে গলিত লোহা পড়ে ৮ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকার ‘কদমতলী স্টিল মিলে’ লোহা গলানোর সময় ছিটকে গায়ে পড়ে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- মান্নান (৪০), আল আমিন (৩০), আফসার (৩৫), লাবু (২৫), জাহাঙ্গীর (৩০), আজিজ (৩২), শাহ আলম (২৮) ও লতিফ (৩৫)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
কারখানার শ্রমিক আবু বকর সুমন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় বয়লার মেশিনে ১২ টন পরিমাণ লোহা গলানোর কাজ করছিলেন তারা। এ সময় গলিত লোহা ছিটকে তাদের গায়ের ওপর পড়লে আশপাশে থাকা ৮ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ