Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

পটুয়াখালীতে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৬:২৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশন এর আয়োজনে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক করনীয় উপস্থাপন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সচিব নুরশাত জাহান।
এসময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুল মোতালেব মোল্লা, জাসদের সাধারণ সম্পাদক স.ম.দেলওয়ার হোসেন দিলিপ, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মোতালেব হাওলাদার, সাংবাদিক স্বপন ব্যানার্জী, জেলা হিন্দু, বৌদ্দ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ।
নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষন বিষয়ক এ মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সু-শীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ