Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

র‌্যাপে বেজায় ক্ষ্যাপা পুতিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

র‌্যাপ সংগীতের ওপর বেজায় চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইতিমধ্যে তিনি দেশটির র‌্যাপ সংগীত নিয়ন্ত্রণের জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন। পুতিন বলেন, র‌্যাপ সংগীত নিষিদ্ধ করা সম্ভব নয় তাই সরকারকে এর নিয়ন্ত্রণ নিতে হবে। দেশটির র‌্যাপ সঙ্গীত শিল্পী হাস্কিকে গ্রেফতার এবং রাশিয়া জড়ে তার বেশ কিছু কনসার্ট বাতিল হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কিভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায়। প্রেসিডেন্ট পুতিন বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গে কাউন্সিল ফর কালচার এন্ড আর্টের এক সভায় বক্তৃতাকালে বলেন, র‌্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ তিনটি। তা হল, সেক্স, ড্রাগস এবং প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই পথ। বিবিসি,গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষ্যাপা পুতিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ