Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘আচরণে বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড় কোহলি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ক্রিকেট মাঠের ২২ গজে বিরাট কোহলির ব্যাটের রুদ্রমূর্তি সম্পর্কে সকলেই জ্ঞাত। বাজে আচরণেও যে তিনি সবাইকে ছাড়িয়ে তার সনদ দিলেন স্বয়ং তার দেশেরই প্রখ্যাত এক তারকা। তিনি হলেন বলিউডের নামজাদা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তার মতে, আচরণে বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড় হলেন কোহলি।
স¤প্রতি জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনই দাবি করেন এই অভিনেতা। পোস্টে নাসিরুদ্দিন লেখেন, ‘বিরাট কোহলি কেবল বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, আচরণের দিক থেকে সবচেয়ে বাজে খেলোয়াড়ও বটে।’ নাসিরুদ্দিনের এমন চটে যাওয়ার কারণ মূলত সম্প্রতি এক ভক্তকে কোহলির তিরস্কার করার ঘটনা। কয়েকদিন আগে দেশি ক্রিকেটারদের সমালোচনা করা এক ভক্তকে কোহলি দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। সেদিকে ইঙ্গিত করেই নাসিরুদ্দিন উল্লেখ করেন, ‘ক্রিকেটে তার উজ্জ্বল উপস্থিতির পিছনেই রয়েছে উদ্ধত ও অহংকারী রূপ এবং এটা বলার জন্য আমি কখনই দেশ ছাড়ব না।’
কোহলির আচরণ নিয়ে বিতর্কের বিষয়টি নতুন নয়। অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজেও প্রতিপক্ষ খেলোয়াড়দের ¯েøজিং করছেন কোহলি, যাকে ক্রিকেটের স্পিরিট বিরোধী বা মাত্রাতিরিক্ত বলে মনে করছেন অনেকে। এছাড়াও অতীতে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ভারত জাতীয় দলের অধিনায়ক একাধিকবার হয়েছিলেন খবরের শিরোনাম। এরই ধারাবাহিকতায় এবার নাসিরুদ্দিন শাহের মত প্রখ্যাত অভিনেতার কাছ থেকে তিনি সবচেয়ে বাজে আচরণের ক্রিকেটারের ‘খেতাব’ পেয়েছেন। -বিডিক্রিকটাইম.কম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ