Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মে’র বিরুদ্ধে করবিনের অনাস্থা

হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তির ওপর ভোট ১৪ জানুয়ারি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা উত্থাপন করেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সোমবার তেরেসা মে ঘোষণা করেন, আগামী ১৪ই জানুয়ারি ব্রেক্সিট চুক্তির ওপর ভোট হবে ব্রিটেনের পার্লামেন্টের কক্ষ হাউস অব কমন্সে। এ ঘোষণার পর জেরেমি করবিন ওই অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। একে নোংরা রাজনীতির খেলা উল্লেখ্য করে করবিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। ওদিকে মঙ্গলবার সকালে ব্রিটিশ সরকারের মন্ত্রীপরিষদ এ চুক্তি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে মন্ত্রীপরিষদ ব্রেক্সিট চুক্তি ছাড়াই ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসবে কিনা সে প্রস্তুতি নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে। জেরেমি করবিন বলেন, ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়ার জন্য এমপিদের আরো এক মাস অপেক্ষা করতে হবে এই বিষয়টি অগ্রহণযোগ্য। প্রধানন্ত্রী এই বিষয়টিকে বৃটেনের জাতীয় সমস্যায় পরিণত করছেন। এছাড়া ব্রেক্সিট ইস্যুতে হাউস অব কমন্সের নভেম্বরে নির্ধারিত দিনে ভোট স্থগিত করেন তেরেসা মে। এ জন্য তার প্রতি অনাস্থা জ্ঞাপন করতে এমপিদের কাছে আহ্বান জানান করবিন। উল্লেখ্য, ব্রেক্সিট সম্পাদনের জন্য তেরেসা মের হাতে এখন সময় বাকি আছে ১০১ দিন। কিন্তু এখনও তার এ বিষয়ক চ্রক্তির বিরোধিতা করে চলেছেন বহু এমপি। তাই মঙ্গলবার সকালে কোন চুক্তি ছাড়াই ইউরোপিয় ইউনিয়ন ছাড়ার প্রস্তুতি বা পরিকল্পনা নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়ার আলোচনা করছেন মন্ত্রীরা। তেরেসা মে যদি ব্রেক্সিট চুক্তি ছাড়া ইউরোপিয় ইউনিয়ন ছাড়ার প্রস্তুতি নেন তাতেও বাধা রয়েছে অনেক এমপির। পার্লামেন্টের বিভিন্ন দলের ৬০ জনের একটি গ্রুপ এ বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। তাতে বলা হয়েছে, চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পাদন করলে তাতে অপ্রয়োজনীয় অর্থনৈতিক ক্ষতি হবে। বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মে’র বিরুদ্ধে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ