সরু সড়কে যান চলাচলে ভোগান্তি

শরীয়তপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হয়েছে পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে। পদ্মাসেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা রুটে
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ট্রলি চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইনছার আলী (৫৬)। তিনি চাপড়া গ্রামের জাহেদ আলী গাজীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনছার আলী ঘটনার সময় হেঁটে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন নাসিমা আক্তার শিল্পীদের বাড়ির কাছে পৌঁছলে বুধহাটা বাজারের দিক থেকে সিমেন্ট মাটি নিয়ে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।