Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পশ্চিমবঙ্গে রথযাত্রার নতুন দিন ঘোষণা বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৪১ পিএম

হাইকোর্টের নির্দেশ মতো রথযাত্রা বা গণতন্ত্র যাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি। যাত্রার দিন বদলালেও স্থান একই থাকছে। নতুন সূচি অনুযায়ী কোচবিহার থেকে ২২ ডিসেম্বর যাত্রা শুরু হবে। এরপর ২৪ তারিখ কাকদ্বীপ এবং ২৬ তারিখ বীরভূম থেকে শুরু হবে রথযাত্রা। এই নতুন তিনটি দিনের কথা বুধবার কলকাতা হাইকোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘আশা করি আমরা বিচার পাব। পরিস্থিতি যা তাতে বিজেপির এই কর্মসূচি আদৌ হবে কিনা সেটা এখন আদাললের উপরেই নির্ভর করছে। কারণ রাজ্য প্রশাসন যাত্রার অনুমতি না দেওয়ার কথা গত সপ্তাহেই জানিয়েছেন।
এদিকে, বিজেপির এই যাত্রা নিয়ে নতুন করে সুর চড়িয়েছে তৃণমূল। দলের দুই নেতা তথা রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বিজেপির এই যাত্রাকে কটাক্ষ করেছেন। খাদ্যমন্ত্রী বলেন, যাত্রার অনুমতি না দিয়ে রাজ্য সরকার একদম ঠিক কাজটাই করেছে। এ ধরনের যাত্রা করে বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে। অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রীর কথায়, রথযাত্রা হলে উন্নয়নে কাজ বাধা পাবে। তিনি বলেন রথযাত্রা হলে প্রশাসনের আধিকারিকদের তা নিয়েই ব্যস্ত থাকতে হবে। কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা সেটাই দেখতে হবে। এতে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। সূত্র: আইএএনএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ