Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ০৭ মাঘ ১৪২৭, ০৭ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

তাবলীগের সঙ্কট নিরসনে কালক্ষেপণ শুভ হবে না

শীর্ষ ওলামায়ে কেরাম

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্ব ইজতেমা ময়দানে (টঙ্গী) ওয়াসিফ-নাছিমগং কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার দোষীদেরকে শাস্তি প্রদান এবং তাবলীগের সংকট নিরসনে কালক্ষেপন সরকারের জন্য শুভ হবে না। তাবলীগ সংকট নিয়ে টালবাহানা করলে আলেম সমাজ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। দাওয়াত ও তাবলীগের চলমান সংকট নিরসনে করণীয় বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর বোর্ড অফিসে শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে যৌথ সভায় শীর্ষ ওলামা-মাশায়েখ একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেফাক মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা ওমর ফারুক, মুফতি নূরুল আমীন, মাওলানা মাহফুযুল হক, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া ও ইঞ্জিনিয়ার মাহফুজ প্রমুখ।সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩ সপ্তাহ অতিবাহিত হয়েগেলেও ইজতেমা ময়দানে হামলাকারী অপরাধী কাউকে আইনের আওতায় আনা হয়নি। এতে গোটা আলেম সমাজ, তাবলীগের সাথী ও তৌহিদী জনতা চরমভাবে মর্মাহত। সভায় আগামী বিশ্ব ইজতেমা যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ওলামা-মাশায়েখ ও তাবলিগের মুরুব্বিদের সমন্বয়ে জাতীয় পরামর্শ-সম্মেলন সফল করার আহবান জানানো হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব ইজতেমা

১৪ জানুয়ারি, ২০২০
১২ জানুয়ারি, ২০২০
১১ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন