Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, চাটমোহরে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি অভিযোগ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৯ এএম

পাবনার চাটমোহরে যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ, একইসাথে বিএনপির প্রার্থীর বাড়ির সামনে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে বিএনপি ও যুবলীগ। তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছেন সহকারি রিটার্নিং অফিসার।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে জানান, নৌকার পক্ষে একটি মিছিল জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। মিছিলটি বিএনপির প্রার্থীর বাড়ি পার হওয়ার সময় তাদের মিছিলে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতংক ছড়িয়ে পড়ায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে উত্তেজিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির প্রার্থীর বাড়ির সামনে থাকা কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে জানান, রাতে নৌকার পক্ষে মিছিল বের করে আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্টে গিয়ে ফেরার সময় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুলর ইসলামের বাড়ির সামনে থাকা বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয় ওই মিছিল থেকে। তিনি দাবি করেন, ওই সময় সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিলোনা। নিজেরাই ককটেল ফাটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। বিএনপির প্রার্থীর বাড়ির সামনে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনার পর সাবেক এমপি’র বাড়ির সামনে পুলিশী পাহাড়া রাখা হয়েছে। বিএনপির প্রার্থীকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ