Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিইসি দেশের মানুষের সাথে রসিকতা করছেন -নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৬:৫১ পিএম

দেশে নির্বাচনী সুবাতাস বইছে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য দেশের মানুষের সাথে রসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একদিকে আমাদের প্রার্থিদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে, প্রার্থী কমে যাচ্ছে, আরেকদিকে প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমাদেরকে নির্বাচনী প্রচারণা করতে দেয়া হচ্ছে না। এই বাস্তবতায় যখন আমরা শুনি যে প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশে নির্বাচনের সুবাতাস বইছে। তখন তো ক্ষোভে দুঃখে আমাদের খুব কষ্ট হচ্ছে। কেউ রসিকতা করলে মানুষ হাসে। এটাকে আপনারা রসিকতা হিসেবে নিতে পারেন যে, সিইসি আমাদের দেশের সাধারণ মানুষের সাথে একধরনের রসিকতা করছেন। কারণ এই সুবাতাস তার অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে হতে পারে, সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে না। শুক্রবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 



 

Show all comments
  • Shahadat ২১ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৮ পিএম says : 0
    CEC, We have nothing to say At your activities
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ