Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলাম বিরোধী মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের বর্জন করতে হবে -পৃথক নির্বাচনী সভায় মজলিস নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৭ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারা রাষ্ট্রের কর্ণধার সেজে লুটপাট করেছে। আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। সুতরাং এবারের নির্বাচনে ইসলাম বিরোধী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের নির্বাচনে বর্জন করতে হবে। তিনি বলেন, সৎ যোগ্য আলেমদের ভোট দিয়ে নির্বাচিত করলে সমাজ ও রাষ্ট্রে শান্তি আসবে। গত কয়েকদিনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের রিকশা প্রতীকের বিভিন্ন প্রার্থীদের পৃথক পৃথক নির্বাচনী সভায় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় বক্তাগণ আজকালের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ইসির প্রতি দাবি জানান। তারা রিকশা মার্কার মজলিস প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সর্বশেষ নির্বাচনী সভা গতকাল মৌলভীবাজার সদরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা হাবীবুর রহমান কাসেমী। সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলাউদ্দীন, মাওলানা মাশুক আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আবুল কালাম ফয়সাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দীন সাকি, জেলা সভাপতি মিফতাহ উদ্দীন জামিল প্রমুখ। 

Bmjvg we‡ivax gv`K e¨emvqx mš¿vmx‡`i eR©b Ki‡Z n‡e

-c„_K wbe©vPbx mfvq gRwjm †bZ…e„›`

÷vd wi‡cvU©vi

evsjv‡`k †LjvdZ gRwj‡mi †K›`ªxq †bZ…e„›` e‡j‡Qb, ¯^vaxbZvi c‡i hvivB ÿgZvq G‡m‡Q Zviv iv‡óªi KY©avi †m‡R jyUcvU K‡i‡Q| Av½yj dz‡j KjvMvQ n‡q‡Q, wKš‘ †`k I RvwZi fv‡M¨i cwieZ©b nqwb| myZivs Gev‡ii wbe©vP‡b Bmjvg we‡ivax, gv`K e¨emvqx, mš¿vmx I `yb©xwZevR‡`i wbe©vP‡b eR©b Ki‡Z n‡e| wZwb e‡jb, mr †hvM¨ Av‡jg‡`i †fvU w`‡q wbe©vwPZ Ki‡j mgvR I iv‡óª kvwšÍ Avm‡e| MZ K‡qKw`‡b wm‡jU, mybvgMÄ, †gŠjfxevRv‡ii wiKkv cÖZx‡Ki wewfbœ cÖv_©x‡`i c„_K c„_K wbe©vPbx mfvq wmwbqi bv‡q‡e Avgxi gvIjvbv BmgvCj b~icyix, bv‡q‡e Avgxi gvIjvbv †iRvDj Kwig Rvjvjx, gnvmwPe gvIjvbv gvndzRyj nKmn †K›`ªxq †bZ…e„›` Gme K_v e‡jb| mfvq e³vMY AvRKv‡ji g‡a¨ myôz wbe©vP‡bi cwi‡ek ˆZwi Ki‡Z Bwmi cÖwZ `vwe Rvbvb| Zviv wiKkv gvK©vi gRwjm cÖv_©x‡`i †fvU w`‡q weRqx Kivi AvnŸvb Rvbvb|

me©‡kl wbe©vPbx mfv MZKvj †gŠjfxevRvi m`‡i AbywôZ nq| G‡Z mfvcwZZ¡ K‡ib †Rjv mfvcwZ gvIjvbv nvexeyi ingvb Kv‡mgx| mn-mvaviY m¤úv`K gvIjvbv Bmjvg DÏx‡bi cwiPvjbvq e³e¨ iv‡Lb †K›`ªxq hyM¥-gnvmwPe gvIjvbv AvZvDjøvn Avgxb, mvsMVwbK m¤úv`K gvIjvbv †Kvievb Avjx, Awdm I evqZzjgvj m¤úv`K gvIjvbv AvwRRyi ingvb †njvj, mn-mvaviY m¤úv`K gvIjvbv dRjyi ingvb, gvIjvbv AvjvDÏxb, gvIjvbv gvkyK Avng`, gvIjvbv dLiæj Bmjvg, gvIjvbv kvgmyj Bmjvg, gvIjvbv dqRyi ingvb, gvIjvbv Aveyj Kvjvg dqmvj, QvÎ gRwj‡mi †K›`ªxq cÖPvi I cÖKvkbv m¤úv`K mvjvn DÏxb mvwK, †Rjv mfvcwZ wgdZvn DÏxb Rvwgj cÖgyL| 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ