Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

বিশেষ নাটক হঠাৎ দ্যাখা

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এনটিভিতে রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ। ‘ট্রেনের কামরায় কিরণের সঙ্গে এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবেনি অমিত। প্রায় বারো বছর পর। চেনা চঞ্চল মুখটাতে আজ অচেনা গাম্ভীর্য। একসময় নিজেই এসে কথা বলে। অমিতের মনে পড়ে স্মৃতি হয়ে যাওয়া সুবর্ণ কিছু সময়। কিরণ বলে, গ্যাছে যে দিন একেবারেই কি গ্যাছে?’ অমিত উত্তর দেয়, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। স্টেশনে ট্রেন এসে থামলে কিরণ ওর বন্ধুদের নিয়ে নেমে যায়। অমিত একলা বসে থাকে। অমিতকে নিয়ে ট্রেন চলে যায় অন্য গন্তব্যে।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন