Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬, ২১ শাওয়াল ১৪৪০ হিজরী।

উপস্থাপনায় রুদ্র মাহফুজ

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এ প্রজন্মের তরুণ সাংবাদিক ও নাট্যকার রুদ্র মাহফুজের উপস্থাপনায় শিঘ্রই আসছে দুটি ভিন্ন ঘরনার অনুষ্ঠান। কর্পোরেট দুনিয়ার আইকন পারসনদের নিয়ে ‘আইকন আওয়ার’ এবং শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘চা কফি ও কবিতা’। এ প্রসঙ্গে রুদ্র মাহফুজ বলেন, ‘ইতোমধ্যেই অনুষ্ঠান দুটির প্রাথমিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের কয়েকটি পর্ব ধারণ করা হবে। আর ঈদের পর দুটি অনুষ্ঠানই দু’টি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের সম্ভাবনা রয়েছে।’ উল্লেখ্য, রুদ্র মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে অধ্যায়নকালে টিএসসির বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ততার কারণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র ছাড়াও কলকাতার রবীন্দ্র সদন ‘নন্দন’ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রুদ্র মাহফুজ।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন