Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকাশ্য স্থানে ইবাদতে কীভাবে শান্তি সম্প্রীতি নষ্ট হয় : ওয়েসি

রাস্তা-পার্কে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা উত্তর প্রদেশ পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রকাশ্য স্থানে নামাজ পড়া যাবে না, উত্তর প্রদেশ পুলিশের এমন নির্দেশের কড়া জবাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়েসি। তিনি প্রশ্ন তুলেছেন, প্রকাশ্য স্থানে নামাজ আদায় করলে বা ইবাদত করলে তাতে কিভাবে শান্তি ও সম্প্রীতি নষ্ট হয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, উত্তর প্রদেশ পুলিশ নয়ডা’র সেক্টর ৫৮ নম্বরে শিল্প ইউনিট ও বহুজাতিক কোম্পানিগুলোর ম্যানেজারদের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। এসব কোম্পানির কর্মচারীদের প্রকাশ্য স্থানে নামাজ আদায়ে বিধিনিষেধ দেয়া হয় ওই নির্দেশে। এমন নির্দেশের কড়া প্রতিবাদ দিয়েছেন আসাদুদ্দিন। তিনি বলেছেন, মুসলিমদেরকে টার্গেট করছে পুলিশ। এর আগে, ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেক্টর ৫৮ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নয়ডা সেক্টর ৫৮য়ের কোনও পার্কে নামাজ পড়া যাবে না। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একাধিক অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত জানিয়ে নয়ডার সেক্টর ৫৮তে অবস্থিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। ওই সব সংস্থাকে পুলিশ জানিয়েছে, সংস্থার কোনও কর্মী রাস্তায় বা পার্কে নামাজ আদায় করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নামাজ পড়তে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট সংস্থাকেই দায়ী করা হবে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য অফিস চত্বরের ভেতরে বা ছাদে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারে। সেক্টর ৫৮তে একাধিক সংস্থার অফিস রয়েছে। এসব সংস্থায় কর্মরত মুসলিম কর্মচারীরা নিয়মিত স্থানীয় পার্কগুলোতে, এমনকী রাস্তার উপরেও নমাজ পড়েন। স্থানীয় কিছু ডানপন্থী সংগঠনের অভিযোগ, রাস্তায় নামাজ পড়ার ফলে সাময়িক রাস্তা বন্ধ হয়ে পড়ে। এর ফলে যান চলাচলও থমকে যায়। এনডিটিভি।



 

Show all comments
  • jack ali ২৭ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৭ পিএম says : 0
    +++India have transgressed all the Boundaries+++
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ