Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনভাবে বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচারে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে কল কলে সত্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব বিষয় জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে নানা ধরণের গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা গুজব ছড়িয়ে জনমনে নানা বিভ্রান্তি সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। এ জন্য দেশবাসীকে কোন গুজবে কান না গিয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে যে কোন তথ্যের সতত্যা যাচাই করতে অনুরোধ জানানো হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজবে বিভ্রান্ত না হয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ