Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৮ সফর ১৪৪১ হিজরী

নেত্রকোনার পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ৬৮তম শাখা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়ে ধলাই নদী বিধৌত নেত্রকোণার পূর্বধলায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৮তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আরও যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআই এন্ড এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, মানব সম্পদ বিভাগের প্রধান হায়দার আখলাক, সাপোর্ট সার্ভিসেস এ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর মো. পারভেজ হোসেন (অব.), জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন ও পূর্বধলার ব্রাঞ্চ প্রধান নাহিদুর রহমানসহ স্থানীয় সুধী, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, আমানতকারী, স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরবিসি ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ