Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত অর্ধশত

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ৫:৫৭ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছে প্রায় অর্ধশত। সংঘর্ষ চলাকালে সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে প্রায় দুই ঘন্টা যান চলাচলা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। শুক্রবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, চলতি বছরের ৩১ মে পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে বালু ব্যবসার আধিপত্য নিয়ে এক সংঘর্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিহত হন। এ ঘটনার জের ধরে নিহত জাহিদের চাচাতো ভাই ইউসুফ আকন্দ ও আসামি পক্ষের তোফাজ্জল হোসেন মিলিটারির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জাহিদ হত্যা মামলার আসামিরা জামিনে বের হলে আওয়ামী লীগে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তোফাজ্জল মিলিটারির লোকজন ইউসুফ আকন্দকে সোনামুই বাজার থেকে সাহাপাড়ায় ধরে নিয়ে রামদা ও হাতুড়ি দিয়ে পেটায়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের ২২টি পরিবারের অন্তত ৩০টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ সময় উভয়পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। পরে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘটনাস্থল থেকে বিলাত মেম্বারের ছেলে নাসির উদ্দিনকে পুলিশ আটক করলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠে। আটককৃতকে স্থানীয়রা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ও ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও গুলিতে প্রায় অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত গুলিবিদ্ধরা হলেন জনি (২০), নুরুল আকন্দ (৭৫), আক্তার (২৮), মারুফ হোসেন (৫৫), শরিফ (৩৫) ও সামছুল আকন্দ (৪৫)। এছাড়া সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর ইউসুফ আকন্দ (৪৫) ও গোলাম মোস্তফাকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিংনা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খন্দকার মোতাহার হোসেন জানান, ‘তোফাজ্জল মিলিটারি ও তাঁর লোকজন সব সময় এলাকায় নানা বিশৃঙ্খলা করে বেড়ায়। তাঁর নেতৃত্বেই সংঘর্ষের সুত্রপাত ঘটে। এদের আইনের আওতায় আনা জরুরী।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘বালুর ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিশৃঙ্খলাকারী কেউ আওয়ামী লীগের হতে পারে না। তারা যে-ই হোক এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ও ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

mwilvevox‡Z AvIqvgx jx‡Mi `yB MÖæ‡c msN‡l© AvnZ Aa©kZ

cwiw¯’wZ wbqš¿‡Y cywj‡ki ¸wj

mwilvevox (Rvgvjcyi) msev``vZv

Rvgvjcy‡ii mwilvevox‡Z AvwacZ¨ we¯Ívi‡K †K›`ª K‡i AvIqvgx jx‡Mi `yB MÖæ‡c i³ÿqx msNl© n‡q‡Q| G mgq AšÍZ 30wU evwoNi fvOPzi I AwMœms‡hv‡Mi NUbv N‡U| msN‡l© Dfqc‡ÿ AvnZ n‡q‡Q cÖvq Aa©kZ| msNl© PjvKv‡j mwilvevox-fzqvcyi cÖavb moK Aeiæ× n‡q cÖvq `yB N›Uv hvb PjvPjv eÜ _v‡K| cwiw¯’wZ wbqš¿‡Y Avb‡Z cywjk 10 ivDÛ ¸wjel©Y K‡i| ïµevi mKv‡j Dc‡Rjvi wcsbv BDwbq‡bi bicvov MÖv‡g G NUbv N‡U|

cywjk I cÖZ¨ÿ`k©x myÎ Rvbvq, PjwZ eQ‡ii 31 †g wcsbv BDwbq‡bi bicvov MÖv‡g evjy e¨emvi AvwacZ¨ wb‡q GK msN‡l© QvÎjxM †bZv Rvwn` nvmvb wbnZ nb| G NUbvi †Ri a‡i wbnZ Rvwn‡`i PvPv‡Zv fvB BDmyd AvK›` I Avmvwg c‡ÿi †Zvdv¾j †nv‡mb wgwjUvwii MÖæ‡ci g‡a¨ we‡iva P‡j AvmwQj| m¤úªwZ Rvwn` nZ¨v gvgjvi Avmvwgiv Rvwg‡b †ei n‡j AvIqvgx jx‡M `yB c‡ÿi †bZvKg©x‡`i g‡a¨ bZzb K‡i D‡ËRbv m„wó nq| ïµevi mKvj 10Uvi w`‡K †Zvdv¾j wgwjUvwii †jvKRb BDmyd AvK›`‡K †mvbvgyB evRvi †_‡K mvnvcvovq a‡i wb‡q ivg`v I nvZzwo w`‡q †cUvq| G Lei Qwo‡q co‡j weÿzä RbZv cÖwZc‡ÿi 22wU cwiev‡ii AšÍZ 30wU Nievwo cywo‡q †`q| G mgq Dfqc‡ÿ i³ÿqx msNl© ev‡a| c‡i wewRwe, i¨ve, cywjk I dvqvi mvwf©m Kg©xiv NUbv¯’‡j wM‡q cwiw¯’wZ wbqš¿Y K‡i| Gw`‡K NUbv¯’j †_‡K wejvZ †g¤^v‡ii †Q‡j bvwmi DwÏb‡K cywjk AvUK Ki‡j cwiw¯’wZ bZzb K‡i DËß n‡q D‡V| AvUKK…Z‡K ¯’vbxqiv wQwb‡q ‡bIqvi †Póv Ki‡j cywjk 6 ivDÛ duvKv ¸wj I 4 ivDÛ wUqvi‡mj wb‡ÿc K‡i| msNl© I ¸wj‡Z cÖvq Aa©kZ †jvK AvnZ nIqvi Lei cvIqv †M‡Q| AvnZ ¸wjwe×iv n‡jb Rwb (20), byiæj AvK›` (75), Av³vi (28), gviæd †nv‡mb (55), kwid (35) I mvgQzj AvK›` (45)| GQvov msN‡l© AvnZ‡`i g‡a¨ ¸iæZi BDmyd AvK›` (45) I †Mvjvg †gv¯Ídv‡K (35) gqgbwmsn †gwW‡Kj K‡jR nvmcvZv‡j fwZ© Kiv n‡q‡Q|

wcsbv BDwbq‡bi †Pqvig¨vb AvIqvgx jxM †bZv L›`Kvi †gvZvnvi †nv‡mb Rvbvb, Ô†Zvdv¾j wgwjUvwi I Zuvi †jvKRb me mgq GjvKvq bvbv wek„•Ljv K‡i ‡eovq| Zvui †bZ…‡Z¡B msN‡l©i myÎcvZ N‡U| G‡`i AvB‡bi AvIZvq Avbv Riæix|Õ

Dc‡Rjv AvIqvgx jx‡Mi mfvcwZ AvjnvR Qv‡bvqvi †nv‡mb ev`kv e‡jb, Ôevjyi e¨emv‡K †K›`ª K‡i G NUbv N‡U‡Q e‡j ï‡bwQ| wek„•LjvKvix †KD AvIqvgx jx‡Mi n‡Z cv‡i bv| Zviv †h-B †nvK G‡`i weiæ‡× AvBbvbyM e¨e¯’v MÖnY Kiv cÖ‡qvRb|Õ

mwilvevox _vbvi Awdmvi BbPvR© gv‡R`yi ingvb NUbvi mZ¨Zv wbwðZ K‡i e‡jb, Ôcwiw¯’wZ wbqš¿‡Y Avb‡Z cywjk 6 ivDÛ duvKv ¸wj I 4 ivDÛ wUqvi‡mj wb‡ÿc K‡i| welqwU wb‡q wjwLZ Awf‡hvM †c‡j AvBbvbyM e¨e¯’v †bIqv n‡e|Õ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ