সরু সড়কে যান চলাচলে ভোগান্তি

শরীয়তপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হয়েছে পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে। পদ্মাসেতু চালুর পর শরীয়তপুর-ঢাকা রুটে
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
সৈয়দপুরে গতকাল রোববার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জন ক্রিকেট জুয়ারির মধ্যে ১ জনকে ১ মাসের ও ৮ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদ- দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই রায় দেন। বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিন ধরে ক্রিকেট জুয়া চলে আসায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। চলমান আইপিএল ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ্যে বাজি ধরে জুয়া খেলার সময় শনিবার রাতে শহরের দারুল উলুম মাদ্রাসা মোড় থেকে ৯ জন জুয়ারিকে আটক করে পুলিশ। গতকাল রোববার আদালতে হাজির করা হলে শহরের ইসলামবাগের আনোয়ারের ছেলে আশফাক (৪৫) কে ১ মাসের ও কুজিপুকুর গ্রামের হামিদের ছেলে হাফিজুল ইসলাম (২৩), হাতিখানার ইউসুফের ছেলে মনা (২৬), একই এলাকার তোফাজ্জলের ছেলে আরমান (২৭), পুরাতন বাবুপাড়ার কাশেমের ছেলে নবাব (৩০), অফিসার্স কলোনীর আব্দুল্লাহর ছেলে শাহজাদা (২২), দারুল উলুম এলাকার মকবুলের ছেলে নূর আমিন (৩৫), বাঙালিপুর নিজপাড়ার মাসুদের ছেলে লুৎফর রহমান (৪৭) ও দারুল উলুম মোড়ের গফুরের ছেলে আবেদ আলী (৩০) কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।