Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোটগ্রহণে ধীরগতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৩ পিএম

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল তিন হাজার ২৭৪। সকাল থেকে ভোট শুরু হওয়ার সময় ধানের শীষের এজেন্ট থাকলেও তাদের অন্যান্য কাগজপত্র না থাকায় কিছুক্ষণ পর কেন্দ্র থেকে চলে যায়। এখানে সকাল সাড়ে ১০টায় এক হাজার ভোট কাস্ট হয়। ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলাসহ আট হাজার ৪৮৯ ভোটার রয়েছেন। এ দু’টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হলেও ভোট কাস্ট ছিল ধীরগতি। যার কারণে অনেক মহিলা ভোটার বিরক্ত হয়ে ঘরে ফিরে গেছেন। এভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের চারটি কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। এখানেও পুরুষ ও মহিলা ভোটাররা এসেছিল ভোট দিতে। কিন্তু ধীরগতিতে ভোট কাস্ট হচ্ছে বুঝতে পেরে অনেককে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। অপেক্ষা শেষে অনেকে ফিরে গেছেন বাড়িতে। এসব চিত্র সকাল ১১টার।



 

Show all comments
  • Sejol Ahmed ৩০ ডিসেম্বর, ২০১৮, ৪:০৩ পিএম says : 0
    আমাদের ক্ষদ্র জীবনে এমন কমিশনার দেখিনি ! যিনি কথায় কথায় মিথ্যা বলেন .........................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ