Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে ভোট কেন্দ্রের পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৪

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৬:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাখোরালী বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দুই কেন্দ্রের পাশে প্রায় ৮-১৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিনোদপুর কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন। তিনি জানিয়েছেন- বিনোদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কফিল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবার সময় তার মাথায় ও হাতে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানাগেছে- ওই ককটেল বিস্ফোরণে কালিগঞ্জ এলাকার আবদুল গফুরের ছেলে জগলুর রহমান গুরুত্বর আহত হয়। তাদের দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই সময় তেলকুপি ও আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসারগণ। অপরদিকে প্রতক্ষদর্শীরা- হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় ও চরকানছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট স্থগিতের অভিযোগ পাওয়া গেলেও এই দুটি কেন্দ্রের ভোট স্থগিতের কোন সত্যতা পাওয়া যায়নি। এদিকে জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যকের পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ভোটের সহিংসতায় আহত বিএনপি ও আওয়ামী লীগের ১০-১২ জন নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ