Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন হুমকি দূর না হলে নিরস্ত্রীকরণ নয় : কিম

দুই লাখ টন অতিরিক্ত খাদ্য আমদানি করবে উ.কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফের আমেরিকাকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। আমেরিকারকাছ থেকে পরমাণু হুমকি দূর না হলে উত্তর কোরিয়া কখনও পরমাণু অস্ত্র নামাবে না। এমনকি পরমাণু অস্ত্র কর্মসূচিও বাতিল হবে না বলে হুঁশিয়ারি রাষ্ট্রনেতা কিম জং উনের। দু দেশের মধ্যে যখন পরমাণু আলোচনা এবং উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে তখন পিয়ংইয়ং একথা বলল। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের অর্থ হচ্ছে পিয়ংইয়ংসহ প্রতিবেশী সব দেশের জন্য আমেরিকারপরমাণু হুমকি সম্পূর্ণভাবে দূর হতে হবে’। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যখন আমরা কোরীয় উপদ্বীপ বলি তখন গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়াসহ দক্ষিণ কোরিয়াকে বুঝিয়ে থাকি যেখানে মার্কিন পরমাণু অস্ত্র এবং নানা আকারে আগ্রাসী সেনা মোতায়েন রয়েছে।’ কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন আমরা কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলি তখন যথাযথভাবে বুঝতে হবে যে, শুধু উত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে নয় বরং আশপাশের সব এলাকা থেকে সে হুমকি দূর করার কথা বলি।’ অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়া। ঘাটতি মেটাতে এ বছরের চেয়ে আগামী বছর ১ লাখ ৮৫ হাজার টন খাদ্য বেশি আমদানি করতে হবে। চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরে কৃষিখাতের অবস্থা খুবই খারাপ। এ কারণে মাঝেমধ্যেই সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় যাতে হাজার হাজার মানুষ মারা যায়। কিছু পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। অবশ্য তারপরেও কৃষি ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারেনি দেশটি। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) কাছে দেশটির প্রধানমন্ত্রী প্যাক পং জু বলেন, এই সঙ্কট তৈরি হয়েছে কিছু খামার এবং তাদের শাখাগুলোর ব্যর্থতার জন্য। তিনি আরও বলেন, ওই খামারগুলো বীজ উৎপাদন, বণ্টন ও সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। কেসিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া

১৫ জানুয়ারি, ২০২২
২৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ