Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলোচনায় মূকাভিনেতা নিথর মাহবুব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০১৮ তে মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব অভিনিত মূকাকু চরিত্রটি ছিল বেশ আলোচনায় । দুরন্ত টিভির ত্রিশ মিনিট দীর্ঘ শিশু-কিশোরদের উপযোগী দূরন্ত সময় অনুষ্ঠানের চরিত্র এই মূকাকু। জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার পরিচালিত শিক্ষণীয় ধারাবাহিক অনুষ্ঠানটি প্রচার হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টায় ও রাত ৮টায়। মূকাভিনয় শব্দটির মূ এর সঙ্গে কাকু যুক্ত করে মূকাকু চরিত্রটির নামকরণ করা হয়েছে। এটি বাংলাদেশে প্রথম কোন টিভি ধারাবাহিক অনুষ্ঠানে দেখানো মূকাভিনয়ের চরিত্র। নিথর মাহবুব ছাড়াও প্রতিটি পর্বে দুজন করে শিশু ও খালামনি অথবা চাচ্চু চরিত্রের একজন করে অভিনয় করছে এ অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটিতে ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন প্রাণী পেশা ও পেশার উপকরণসহ নানান বিষযের সঙ্গে শিশু-কিশোরদের পরিচয় ঘটান হয়। উল্লেখ্য, গতবছর দূরন্ত টিভির টিরিগিরি টক্কা নাটকে বজলু চোর চরিত্রে অভিনয় করেও আলোচনায় ছিলেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। নিজের মূকাভিনয়ের দল মাই আট-এর পরিচালনা, ঢাকা ও ঢাকার বাহিরে মঞ্চে নিয়মিত মূকাভিনয়ের প্রদর্শণীর পাশাপাশি নিথর মাহবুব বর্তমানে টিভিতেও নিয়মিত কাজ করছেন। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় তার অভিনিত চাপাবাজ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। সম্প্রতি কোকাকোলার প্রচারণামূলক একটি মিউজিক ভিডিওতে মূকাভিয় শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। এ মাসে এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন নিথর মাহবুব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ