Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষুধার্তদের গ্রাস চুরি করছে হুতিরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ইয়েমেনে ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস চুরি করছে দেশটির শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সোমবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিøউএফপি)-র পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, তার সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য প্রমাণ রয়েছে। ডেভিড বিসলে বলেন, দুনিয়ার সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত মানুষদের সহায়তার জন্য পাঠানো খাদ্যসামগ্রী সরিয়ে ফেলে হুতিরা। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড থামাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি। সংস্থাটির জরিপে দেখা গেছে, ইয়েমেনের রাজধানী সানার বাসিন্দারা ত্রাণ হিসেবে জাতিসংঘের পাঠানো খাদ্যসামগ্রী পায়নি। অথচ তাদের জন্যই এ সহায়তা পাঠানো হয়েছিল। কেননা সেখানকার ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সহায়তা অপরিহার্য। ডব্লিউএফপি জানিয়েছে, জাতিসংঘের পাঠানো খাদ্যসামগ্রী ক্ষুধার্ত মানুষের মধ্যে বণ্টনের বদলে উল্টো তা নিয়ে ব্যবসা করেছে হুতিরা। তারা এসব খাবার সামগ্রী খোলা বাজারে বিক্রি করেছে। হুতিদের পক্ষ থেকে অবশ্য ডব্লিউএফপি’র অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রাস চুরি করছে হুতিরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ