Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ১৩ গুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আগের বছরের তুলনায় ২০১৮ সালে বিমান দুর্ঘটনা ও এতে হতাহতের সংখ্যা বেড়েছে, তারপরও বিমান দুর্ঘটনার ক্ষেত্রে বছরটি ছিল ‘নবম নিরাপদ বছর’। বিমান নিরাপত্তা নিয়ে কাজ করা অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের (এএসএন) তথ্য-উপাত্তের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে বিবিসি। এএসএন বলছে, ২০১৭ সালে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল মাত্র ৪৪। আর গতবছর মারা পড়েছেন ৫৫৬ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি। যাত্রীবাহী কোনো বাণিজ্যিক উড়োজাহাজ দুর্ঘটনায় না পড়ায় ২০১৭ কে বিমান যাতায়াতের ইতিহাসে সবচেয়ে নিরাপদ বছর হিসেবে অভিহিত করা হয়। ২০১৮ সালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে অক্টোবরে। ওই দুর্ঘটনায় জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের একটি ফ্লাইটের ১৮৯ আরোহী প্রাণ হারিয়েছিলেন। ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের এ ৭৩৭ ম্যাক্স বিমানটি ছাড়াও গত বছর জুলাইয়ে কিউবায় বিমান বিধ্বস্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছিল। ফেব্রুয়ারিতে ইরানের জাগরোস পর্বতে বিমান বিধ্বস্ত জয়ে ৬৬ আরোহী নিহত হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ