Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিয়ের আমন্ত্রণ পত্রে মোদীকে ভোট দেয়ার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ৮:১৫ পিএম

বিয়ের আমন্ত্রণ পত্রের সঙ্গে অনেক সময় বার্তা হিসেবে অনুরোধ করা হয়, কোনও উপহার সঙ্গে নিয়ে আসবেন না। কিন্তু সম্প্রতি সুরাটের একটি বিয়ের আমন্ত্রণ পত্রের সঙ্গে উল্লেখ করে দেওয়া হল উপহারও! সেই আমন্ত্রণপত্রের ছবিই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে যে, অতিথীদেরকে বলা হচ্ছে উপহার হিসাবে ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপিকে ভোট দেওয়ার জন্য।
তবে এই প্রথম নয়। এর আগেও ব্যাঙ্গালোরের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য এই রকমই বিয়ের কার্ড দেখা গিয়েছিল। সেখানেও বিয়েতে আমন্ত্রিতদের বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানানো হয়েছিল। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের কথাও উঠে এসেছিল আরেকটি বিয়ের আমন্ত্রণ পত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও টুইটারে তিনি ট্যাগ করে জানিয়েছিলেন সেই কথা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শেয়ার করা হয় সেই টুইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদী

১৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ