Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫

প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভার উপোজলা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় তা ছিনতাইকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ৫ জন। আজ সোমবার দুপুরে সাভার উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই আসন্ন সাভার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়া শুরু করেন। পরে দুপুর ২টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিতে আসেন দলের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি এমদাদুল হক। পরে উপজেলা আ.লীগের একাংশের নেতা-কর্মীরা তাকে মনোনয়ন পত্র জমা দিতে নিষেধ করলে এমদাদুল হকের পক্ষ নেয়া সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তারা এমদাদুল হকের মনোনয়ন পত্রটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি বিনিময় হয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এসময় উপজেলা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এসময় উভয়পক্ষের মধ্যে অন্তত ৫জন আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ