Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলন্ত গাড়িতে আগুন : অল্পের জন্য ৫ যাত্রীর জীবন রক্ষা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বধলার জালশুকা নামক স্থানে ফিলিং স্টেশনের সন্নিকটে গত রোববার ভোর রাতে একটি চলন্ত মাইক্রোবাসের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকান্ডে মাইক্রোবাসটি সম্পূর্ণ ভস্মিভূত হলেও অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন চালক ও দুই নারীসহ পাঁচ যাত্রী।

মাইক্রোচালক মাহবুব আলম জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে দুই নারীসহ পাঁচজন যাত্রী নিয়ে তার মাইক্রোবাসটি নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয়। ভোর রাত সাড়ে ৩টার দিকে প্রচন্ড কুয়াশার মধ্যে মাইক্রোবাসটি পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের আধাকিলোমিটার পশ্চিমে ফিলিং স্টেশন অতিক্রম করার পর পরই হঠাৎ গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। চালক গাড়ি থামিয়ে যাত্রীদেরকে দ্রুত নামিয়ে ফেলে। মূহুর্তে আগুনের লেলিহান শিখায় মাইক্রোবাসটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
এ ব্যাপারে মাইক্রোবাসের চালক মো. মাহবুব আলম গত ৬ জানুয়ারি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ