Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ০৩ কার্তিক ১৪২৬, ১৯ সফর ১৪৪১ হিজরী

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ৮:৫৬ পিএম

বগুড়ায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে এক শিশুসহ ৩ জন মারা গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বগুড়া সদরের মানিকচক বাজার এলাকায় বগুড়া-ঢাকা ২য় বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটে।
ফুলবাড়ী ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম জানান, ওই মহাসড়কের মানিকচক বাজারে ভটভটি ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (২৭) বছরের একজন মারা যায়। পরে আহত ৩ জন সিএনজি অটোরিক্সার যাত্রী ইব্রাহীম (৫), তার বাবা সামিউল ও সাবেদ আলী (২৮) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ (মেডিকেল) আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেদ আলী ও শিশু ইব্রাহীমের মৃত্যু হয়। ইব্রাহীম বগুড়া সদরের শাখারিয়ার সামিউলের ছেলে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ