Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কানাডায় দাবানলের কবলে পড়ছে আরেকটি শহর

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ছড়িয়ে পড়া দাবানল আরও ছড়িয়ে পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশের জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছে। গত রোববার বিবিসি জানিয়েছে, এই আগুনকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আলবার্টার প্রাদেশিক সরকার প্রধান ‘প্রিমিয়ার’ রাচেল নোটলি। আগুন নিয়ন্ত্রণে কয়েকশত দমকলকর্মীর উদ্যোগ সত্ত্বেও শুষ্ক, গরম ও প্রবল বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। প্রবল বাতাস ও শুষ্ক বনভূমির কারণে ছড়িয়ে পড়া দাবানল উত্তরপূর্ব দিকে সাসকাচুয়ান প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। এছাড়াও গত রোববার ও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে আবাহাওয়া বিভাগ। গত সপ্তাহের প্রথমদিকে দাবানল ফোর্ট ম্যাকমুরে শহরে ছড়িয়ে পড়তে শুরু করলে অধিকাংশ বাসিন্দা শহরের দক্ষিণ দিকে সরে যান, কিন্তু কিছু লোক উত্তর দিকে চলে যায়। এরা শহরের বাইরে একটি শ্রমশিবিরে আশ্রয় নিয়ে আছেন। বিবিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায় দাবানলের কবলে পড়ছে আরেকটি শহর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ