Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩১ আঙুলের মানবশিশু

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে বিরল এক জন্মগত ত্রুটি নিয়ে একটি ছেলেশিশু জন্ম নিয়েছে। ত্রুটির কারণে শিশুটির হাত ও পায়ে মোট ৩১টি আঙুল হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, শিশুটির নাম হং হং। গত জানুয়ারিতে চীনের হুনান প্রদেশের পিংজিয়াং এলাকায় তার জন্ম। জন্মের সময় থেকে তার দুই হাতে ১৫টি, আর দুই পায়ে ১৬টি আঙুল। শিশুটির প্রতিটি হাতে দুটি করে তালু আছে। তার হাতে কোনো বৃদ্ধাঙ্গুলি নেই। চিকিৎসকেরা বলছেন, শিশুটির পলিডেকটিলিজম রয়েছে। মানুষ ও কিছু প্রাণীর এই ধরনের জন্মগত ত্রুটি দেখা যায়। এতে তাদের হাতপায়ে অতিরিক্ত আঙুল তৈরি হয়। শিশুটির মায়েরও পলিডেকটিলিজম আছে। চিলড্রেনস হেলথকেয়ার অব আটলান্টার তথ্য অনুযায়ী, হাজারে একজন শিশু এই সমস্যায় আক্রান্ত হয়। অতিরিক্ত আঙুল নিয়ে কেউ জন্মালে অনেকে তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করে। হং হংয়ের অভিভাবকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাদের ছেলের হাতপায়ের অতিরিক্ত আঙুল অপসারণ করতে চান। এই লক্ষ্যে তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। হং হংয়ের বাবা জানান, তার ছেলের বয়স খুব কম। ওয়েবসাইট।
এথেন্সে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩১ আঙুলের মানবশিশু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ