Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাজার সম্প্রসারণে বিজটেক কনফারেন্স

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার বাজার সম্প্রসারণে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস আয়োজন করতে যাচ্ছে ‘বিজটেক বিটুবি কনফারেন্স’, যা দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সলিউশন প্রদর্শনী। যেখানে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের ওপর ইন্ডাস্ট্রি পেপার উপস্থাপন, আলাদা চারটি গোলটেবিল বৈঠক, প্রদর্শনী এবং বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। আগামী ২১ ও ২২ মে রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এই বিজটেক বিটুবি কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিস্তারিত জানাতে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রায় আমরা ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছি। আর এ জন্য আমাদের দেশি কোম্পানির স্থানীয় বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রচার-প্রসার প্রয়োজন। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশীদ ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ। আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহŸায়ক উত্তম কুমার পাল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাজার সম্প্রসারণে বিজটেক কনফারেন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ