Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪০ হিজরী

আগামীকাল থেকে কর্পোরেট ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিজেকেএস ইস্পাহানী কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এফএমসি ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর ১টায় সায়ারা এগ্রো ফার্মা লিঃ ইস্পাহানি গ্রæপের বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের সিওও শান্তনু বিশ্বাস। গতকাল এক সাংবাদিক সম্মেলনে ক্রিকেট সম্পাদক একেএম আবদুল হান্নান এ তথ্য জানান। ক্রিকেট সম্পাদক বলেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৫০ হাজার টাকা এবং রানার্স আপ ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের বাজেট তিন লাখ ৭৭ হাজার ৮শ’ টাকার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজ তিন লাখ টাকা প্রদান করছে। সরাসরি ডাবল লীগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে সিজেকেএসএর ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান, ক্রিকেট কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ দিদারুল আলম চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠানের ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স এসএম আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ