Inqilab Logo

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

খুলনার শীর্ষ সন্ত্রাসী সোহেল বিশ্বাসের গ্রেফতার দাবি

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খুলনার শীর্ষ সন্ত্রাসী সোহেল বিশ্বাসের গ্রেফতারের দাবি জানিয়েছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের সময় তারা বলেন, খুলনার গডফাদার আঃ গাফফারের পুত্র সোহেল একজন সন্ত্রাসী। তিনি ও তার বাহেনী ৫০ লক্ষ টাকা দাবি করে আসছে খুলনাস্থ খালিসপুরে অবস্থিত প্রাইম ইন্সটিটিউট অব টেকনোলজির কাছে। ইতোমধ্যে তিনি প্রায় ২৫-৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে গত ৫মে আসক ফাউন্ডেশনের কাছে সহায়তার কাছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রলায়ের স্মারকলিপি প্রদান করি। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাসুদুর রহমান, ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক, সাইফুল ইসলাম প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনার শীর্ষ সন্ত্রাসী সোহেল বিশ্বাসের গ্রেফতার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ