Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬, ১৬ শাবান ১৪৪০ হিজরী।

এক বছর পর মঞ্চে প্রাচ্যনাটের কইন্যা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট-এর প্রযোজনা ‘কইন্যা’। এক বছর পর নাটকটি আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। মঞ্চ ও আলোক নির্দেশনা মো. সাইফুল ইসলাম। সঙ্গীত পরিকল্পনা রাহুল আনন্দ। পেষিাক পরিকল্পনা কাজী তৌফিকুল ইসলাম ইমন। এর গল্পে দেখা যাবে ‘কালারুকা’ নামের জনপদের মানুষ মনে করে কইন্যাপীর তাদের দেখে রাখেন। কইন্যাপীর সেই কবে এসেছিলেন এই কালারুকায়; গত হয়েছেন তা-ও যুগ যুগ আগে, তবুও এমন বিশ্বাস বর্তমান, তার সাথী বহুরূপীকে তিনি রেখে যান খালি বাড়ির এক পুকুরে মাছ রূপে। খালি বাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর দুই ভাই। জনপদের সবাই জানেন, বিপত্মীক নাইওরের ওপর কইন্যাপীরের ভর আছে। ইশকে মাতোয়ারা নাইওর ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন বহুরূপীর সাথে, যেন বহুরূপীর কাছে নিজেকে জানার দীক্ষা নেন, এই খালি বাড়িতে আশ্রিত মেছাব, নাইওরের ছোট ভাই দিলবরের সাথে বিয়ের আয়োজন করে নিজ গ্রামের এক কইন্যার, যাকে সে নিজেই একসময়ে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়, যার প্রতি এখনও রয়েছে তার আসক্তি। উল্লেখ্য, এই প্রযোজনায় বৃহত্তর সিলেটের আঞ্চলিকতা নির্ভর একটি নাট্যভাষা প্রয়োগের চেষ্টা করা হয়েছে 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ