Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাতিলের দাবিতে উত্তাল ৬ রাজ্য

ভারতে এনআরসি বিল নিয়ে তোপের মুখে বিজেপি সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নাগরিকত্ব সংশোধন বিল বাতিলের দাবিতে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে ক্রমেই ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। আসাম ছাড়াও বাকি ৬ রাজ্যে বিক্ষোভ-সমাবেশে যোগ দেয় সর্বস্তরের জনতা। বন্ধ রয়েছে রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান। কংগ্রেসের ভুল শুধরাতেই নাগরিকত্ব সংশোধন বিল আনা হয়েছে বলে সাফাই দিলেন আসামের অর্থমন্ত্রী। ‘নরেন্দ্র মোদি, হায় হায়’ শ্লোগানে শনিবার আসামে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের জনতা। নারী থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। অনেক হিন্দুধর্মাবলম্বীও বিক্ষোভে অংশ নেয়। তাদের আশঙ্কা, নাগরিকত্ব সংশোধনী বিলটির মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিক হয়ে পড়বে। এদিকে বিলের পক্ষে প্রতিনিয়ত কথা বলায় আসামের অর্থমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ‘দেশদ্রোহী’র অভিযোগ দায়ের করেছে স্থানীয় সংগঠন ছাত্র মুক্তি সংগ্রাম পরিষদ। এছাড়া পরিস্থিতি উন্নয়নে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে বিজেপি ছাড়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। তিনি বিজেপি ছাড়লে আঞ্চলিক দলগুলোকে নিয়ে কংগ্রেস আসামে সরকার গঠন করতে চায় বলে জানিয়েছে। সেভেন সিস্টারর্সের অন্য ছয় রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ডেও কম-বেশি বিক্ষোভ হয়েছে। কোনো কোনো রাজ্যে পুলিশ বিক্ষোভে বাধা দিলে ঘটে সংঘর্ষের ঘটনা। শনিবার অরুণাচলে কংগ্রেস সংবাদ সম্মেলন ডেকে বিলটি বাতিলে প্রতিরোধ গড়ে তোলার কথা জানায়। যদিও নয়া দিল্লিতে বিজেপির অনুষ্ঠানে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাফাই, কংগ্রেসের ভুল শুধরাতেই নাগরিকত্ব সংশোধন বিল আনা হয়েছে। এ বিল নিয়ে ভারতে যেভাবে সংকট বাড়ছে এতে করে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া। অপর এক খবরে বলা হয়, নাগরিকত্ব বিল নিয়ে এখনো উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। কাশ্মীরের মতো পরিস্থিতি এড়াতেই আসামে সংশোধিত নাগরিকত্ব বিলের বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে বৈষম্যমূলক সংশোধিত নাগরিকত্ব এ বিলের বিরোধিতা করেছে মনিপুরের খোদ বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করে বিল পাসে তোপের মুখে ক্ষমতাসীন বিজেপি সরকার। বুধবার লোকসভায় নাগরিকত্ব বিল পাসের পর প্রতিদিনই আসামসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এমনকি মনিপুরে বিজেপি নেতৃত্বাধীন জোটের অন্য দলগুলোও তীব্র আপত্তি জানিয়েছে বৈষম্যমূলক সংশোধিত এই নাগরিকত্ব বিলের। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ