Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৭ বছর পর স্কুল-মাদরাসা-কারিগরি শীতকালীন ক্রীড়া

রুমু, চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় পর্যায়ে স্কুল-মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এবারের আসর বসছে বন্দরনগরী চট্টগ্রামে। এমএ আজিজ স্টেডিয়ামে সর্বশেষ এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল ২০০১ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবার জাতীয় পর্যায়ে এ ক্রীড়া উৎসব বসছে এ সংবাদে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ। অ্যাথলেটিক্স, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), হকি, বাস্কেটবলসহ আরো কয়েকটি ইভেন্ট নিয়ে পাঁচ দিনব্যাপী জাতীয় পর্যায়ের এ উৎসব আগামী ২২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। প্রতিটি ইভেন্ট ছাত্র ও ছাত্রী আলাদাভাবে অনুষ্ঠিত হবে। সারাদেশের অঞ্চল পর্যায়ের বিজয়ী প্রায় আট শতাধিক প্রতিযোগী জাতীয় পর্যায়ে প্রতিদ্ব›িদ্বতা করবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বৃহৎ এ প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা সমিতি। ব্যবস্থাপনায় থাকছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। প্রতিযোগিতা সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় দুই বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল-মাদরাসা-কারিগরি শীতকালীন ক্রীড়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ