মহেশখালীতে আধুনিক জেটি, সড়ক ও সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে -সচিব হেলাল উদ্দিন

মহেশখালী ও মাতারবাড়ির সমন্বিত অবকাঠামো উন্নয়ন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সরকার
নাসিরনগরের চাতলপাড়ে মেঘনা নদীতে পৌষ সংক্রান্তি উপলক্ষে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খন্ডখালীন শিক্ষক অজয় রায়ের(৩৩)মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার বিকালে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। অজয়ের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় মেঘনা নদীর তীরে। এর আগে মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়। নদীর পানিতে নামার পর পরই তলিয়ে যায়। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।