Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইমরানকে সোনায় মোড়ানো রাইফেল দিলেন সউদী প্রিন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সোনায় মোড়ানো কলাশনিকভ রাইফেল উপহার দিলেন সউদি প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আবদুল আজিজ। সউদী আরবের তাবুক প্রদেশের গভর্নর এই প্রিন্স গত সোমবার রাশিয়ার তৈরি অত্যাধুনিক অস্ত্রটি গুলিসহ পাক সরকারপ্রধানের হাতে তুলে দেন। দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান টুডে বুধবার এ খবর জানায়। সফরকালে প্রিন্স দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ঘনিষ্ঠতা জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাটক ও পররাষ্ট্রসচিব তাহমিনা জানজুয়ার সাথে বৈঠক করেন। প্রেসিডেন্ট আলভি এ সময় প্রিন্সকে বলেন, তার দেশ বন্ধুপ্রতিম সউদী আরবের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় এবং এই বন্ধনকে আরো মজবুত করতে চায়। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। অর্থনীতির দুর্বল অবস্থা কাটিয়ে উঠতে গত অক্টোবরে পাকিস্তান তার বন্ধু দেশটির কাছ থেকে ৬০০ কোটি ডলারের অনুদান প্রাপ্তি নিশ্চিত করে। সউদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ফোরামের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের পর ইমরান খানকে ওই অনুদানের আশ্বাস দেয়া হয়। তবে প্রভাবশালী বেশ কয়েকজন রাজনীতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব সম্মেলনটি বয়কট করেন। প্রতিশ্রুত অনুদানের অর্ধেক তাৎক্ষণিকভাবে দেশটির আর্থিক ঘাটতি কাটাতে প্রদান করা হয়। বাকি অর্থ পরবর্তীতে তেল আমদানির সময় দেয়ার কথা বলা হয়। পাকিস্তান টুডে।



 

Show all comments
  • আবু আব্দুল্লাহ ১৯ জানুয়ারি, ২০১৯, ১১:১৫ এএম says : 0
    আলহামদুলিল্লাহ শোকর হে আল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ