ইসলাহী জোড়ে আল্লামা জুনাইদ বাবুনগরী বক্তব্য দেবেন আজ
আজ বৃহস্পতিবার বাদ যোহর ডেমরা থানার সাইনবোর্ডস্থ মাদরাসা জামিয়াতু ইব্রাহীম মাহমুদনগরে ঐতিহাসিক ইসলাহী জোড়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লাম জনাইদ বাবুনগরী।
নোয়াখালী জেলা কারাগারে আসামী ধারণ ক্ষমতার চেয়ে বেশী রয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারে ধারণ ক্ষমতা রয়েছে ৩৮৮জন। বর্তমানে রয়েছে ১০৯২ জন। এরমধ্যে হাজতি ৯২৮ জন এবং কয়েদী ১৬৪ জন।
এদিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া জানান, বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে ৭০০ শতাধিক বিএনপির নেতাকর্মী রয়েছে। বর্তমান সরকারের আমলে জেলার ৯টি উপজেলায় পাঁচ শতাধিক মামলায় বিএনপির ৬ হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।