Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কানে হেডফোন! ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ৭:১৬ পিএম | আপডেট : ৭:২১ পিএম, ১৯ জানুয়ারি, ২০১৯

কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলেন মোঃ হজরত আলী স্বাধীন (৪৮)। ছিলেন মোবাইল হেডফোনের গানের প্রতি পুরো মনোযোগী। এভাবে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান স্বাধীন।
আজ (শনিবার) বিকেলে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রেললাইনে ওইভাবে পথ চলতে গিয়ে ডেমু ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহত স্বাধীন দিনাজপুর জেলার নিজাম উদ্দিন সরকারের ছেলে। তার বাসা ষোলশহর এলাকায়।
ষোলশহর স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি তিনি। ট্রেনের ধাক্কায় তিনি ২০-২৫ গজ দূরে ছিটকে পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ