Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তান প্রত্যাখ্যান করল ভারতকে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়ায় ভারতের যেকোনো ধরনের ভূমিকার কথা প্রত্যাখ্যান করেছে। গণমাধ্যমের উদ্দেশে দেয়া সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাহমুদ ফয়সাল এ কথা বলেন। তিনি বলেন, আফগানিস্তানে ভারতের কোনো ভূমিকা নেই। আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় ভারতের অংশ নেয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান কী হবে- প্রশ্নের জবাবে ফয়সাল এ কথা বলেন। তবে গত মাসে পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, যেহেতু ভারত আফগানিস্তানে অবস্থান করছে, তাই সেখানকার শান্তি প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণও প্রয়োজন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিফিংয়ের সময় অবশ্য স্বীকার করেন, ভারতের সাথে পাকিস্তানের একটি জটিল সম্পর্ক রয়েছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান প্রত্যাখ্যান করল ভারতকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ