Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানুষের অধিকারের বিষয়টি আমি দেখব : আসিফ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানের ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি আসিফ সাঈদ খান খোসা। আগামী ৩৩৭ দিন তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের ২১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে। সরকারের শীর্ষ কর্মকর্তা, সুপ্রিমকোর্টের বিচারক, জ্যেষ্ঠ আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বিচারপতি খোসাকে শপথ পড়ান। শপথের পর খোশা বলেন, কোনো ভয় ও আনুকূল্য ছাড়া আইন অনুসারে সব ধরনের মানুষের অধিকারের বিষয়টি দেখব আমি। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনীর প্রধান আসিম জাহির, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মোহাম্মদ আব্বাসী, সিনেট চেয়ারম্যান সাদিক সঞ্জরিনি উপস্থিত ছিলেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষের অধিকারের বিষয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ