Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

বিয়ের উল্লাস করতে গিয়ে কনে গুলিবিদ্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিয়ে বাড়িতে গুলি ছুড়ে উল্লাস করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন কনে। ভারতের নয়াদিল্লির শাকরপুর এলাকায় একটি বিয়ে বাড়ি নাচ-গান ও পটকা ফুটিয়ে সবাই উল্লাসের সময় এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার দিন রাত ১টা নাগাদ বরকে জয় মালা দেয়ার জন্য স্টেজের উপরে ওঠেন কনে। সেই সময় পেছন থেকে বন্দুক থেকে গুলি ছোড়া হয়। সেই গুলি গিয়ে লাগে ১৯ বছর বয়সী কনের পায়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কনে। এর পর গুরুতর জখম অবস্থায় দ্রুত কনেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এরপর তিনি আবারও বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন। এনডিটিভি 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন