Inqilab Logo

ঢাকা, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

বকশীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ২:১৬ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙালপাড়া গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান।
নিহত সমির আলীর (৫০) বাড়ি ওই এলাকায়।
এ ঘটনায় সমিরের ছেলে নরুল ইসলাম আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাহবুবুল বলেন, সমিরের সঙ্গে স্থানীয় শাহাজল হক ও জংশের আলীর জমি নিয়ে বিরোধ চলছিল।
“‌‌এর জেরে শাহাজল ও জংশরসহ তাদের লোকজন সমির ও তার ছেলেকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সমিরের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ