Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আ ডগ’স ওয়ে হোম

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চার্লস মার্টিন স্মিথ পরিচালিত অ্যাডভেঞ্চার ফিল্ম ‘আ ডগ’স ওয়ে হোম’। ‘ট্রিক অর ট্রিট’ (১৯৮৬), ‘ফিফটি/ ফিফটি’ (১৯৯২), ‘স্টোন অফ ডেস্টিনি’ (২০০৮), ডলফিন টেল’ (২০১১) এবং ‘ডলফিন টেল টু’ (২০১৪) মার্টিন স্মিথ পরিচালিত চলচ্চিত্র। ডবিøউ ব্রুস ক্যামেরনের লেখা একই নামের বই অবলম্বনে ফিল্মটি নির্মিত হয়েছে। লুকাস রে (জোনা হাওয়ার-কিং) চিকিৎসাবিদ্যা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সে কুকুর ছানা কুড়িয়ে পায়। পুষতে শুরু করে সে সেটিকে। বেলা (ভয়েস : ব্রিস ডালাস হাওয়ার্ড) নাম রাখে সেটির। সে আর তার মা (অ্যাশলি জাড) ভালবেসে ফেলে বেলাকে। ধীরে ধীরে বেলা আর লুকাসের মাঝে এক বন্ধন গড়ে ওঠে। লুকাস তার পড়ায় ব্যস্ত থাকলে বেলা তার সঙ্গ পাবার জন্য মুখিয়ে থাকে। একদিন এক কাঠবেরালিকে তাড়া করতে গিয়ে বাড়ি থেকে দূরে চলে যায় বেলা। এক হাইকার তাকে মালিকহীন কুকুর মনে করে তাকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু বেলা লুকাসকে ভুলতে পারে না। কলোরাডোর ৬৫০ কিলোমিটার প্রতিকূল পথ পেরিয়ে সে লুকাসের কাছে পৌঁছে যায় একদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ ডগ’স ওয়ে হোম

২১ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ