Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালির জাতিসংঘ মিশনে জঙ্গি হামলায় নিহত ৮ শান্তিরক্ষী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ৯:০২ পিএম

মালিতে জাতিসংঘের একটি মিশনের একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ৮ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। রোববার মালিতে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। খবর এপি।
সূত্র জানায়, জঙ্গীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে উত্তর মালির কিদাল অঞ্চলের আগুয়েলহক ক্যাম্পে এই হামলা করে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আগুয়েলহক ক্যাম্পে অবস্থানরত শান্তিরক্ষীরা আফ্রিকার দেশ শাদ থেকে আসা।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে মালিতে। দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত জঙ্গিরা নিয়মিত হামলা চালাচ্ছে। আগে মালির মধ্যাঞ্চলে হামলা হলেও এখন তা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ