Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬, ২১ শাওয়াল ১৪৪০ হিজরী।

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৭:৩০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আয়নাল হোসেন (৬৫) এক বৃদ্ধ মারা গেছে। সোমবার সন্ধায় কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্টান্ডে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়নাল কালীগঞ্জ শহরের কৃষি অফিসপাড়ার মৃত জেহের আলী ছেলে। তার প্রকৃত বাড়ি কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামে। সে কালীগঞ্জ শহরের একজন গুড় ব্যবসায়ী ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নিহত আয়নাল উপজেলা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ করে যশোর-ঝিনাইদহ সড়কে আসলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ